‘তথ্যের অবাধ প্রবাহ ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাদান’

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশের প্রধান উপাদান হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। এর আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ খুব সহজে তথ্য পেতে পারে। আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর উদ্যোগে তা অনেকাংশেই সফল হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার সচেতনতায় র‌্যালিতে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুুুজিব’ ম্যুরালে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমানসহ শিক্ষক-কর্মকর্তারা ।

আরও পড়ুন...