তথ্য চাওয়ায় কারাগারে সাংবাদিক, জামালপুরে প্রতিবাদ সভা

রাজন্য রুহানি,জামালপুর: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে মিথ্যা অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে জামালপুরে আলোচনা সভা করেছে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।

রবিবার (১০ মার্চ) সকালে শহরের শহীদ হারুন সড়কে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সুলতান আলম, সাইদ পারভেজ তুহিন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, সাইমুম সাব্বির শোভন ও সাগর ফারাজী প্রমুখ। এসময় প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের অবাধ তথ্য প্রবাহের সময় একজন সাংবাদিক তথ্য চাওয়ার কারণে কারাগারে রয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একজন ইউএনও দুর্নিতীকে ধামাচাপা দিতে ও ব্যক্তিগত আক্রোশ থেকে এমন কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন।

এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তি ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিমের বিভাগীয় শাস্তির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

গত ৫ মার্চ শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী কার্যালয়ে একটি তথ্য চেয়ে আবেদন করতে যান দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানা। সেখানে কথাকাটাকাটির পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও’র নির্দেশে সাংবাদিক শফিউজ্জামান রানাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন এসিল্যান্ড।

আরও পড়ুন...