তদন্ত বন্ধ করতে মুলারকে সরাতে চেয়েছিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশেষ কাউন্সিলর রবার্ট মুলার

পিবিএ ডেস্ক: নির্বাচন ঘিরে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প শিবিরের আঁতাতের প্রমাণ না পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশেষ কাউন্সিলর রবার্ট মুলারকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন, বিস্তারিত তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সম্প্রতি ৪৪৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ নিয়ে প্রায় ২২ মাস তদন্তের পর গত মার্চে মুলার কংগ্রেসে তার তদন্ত প্রতিবেদন জমা দেন।

২৪ মার্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ওই তদন্ত প্রতিবেদনের একটি সারসংক্ষেপ কংগ্রেসের সামনে উপস্থাপন করেছিলেন ।

সংক্ষিপ্ত ওই প্রতিবেদনে ২০১৬ সালের নির্বাচন ঘিরে ট্রাম্প-রাশিয়া আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও এই ২২ মাসে ট্রাম্পের সাবেক ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে বিচারের মুখোমুখি করেছেন মুলার, কয়েকজনকে কারাগারেও পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নির্বাচনে রুশদের সঙ্গে কোনো আঁতাত ছিল না ট্রাম্পের। কিন্তু তিনি বিচার প্রক্রিয়ায় নানা রকমের বাধা সৃষ্টির চেষ্টা করেছিলেন।

এমনকি তদন্ত বন্ধ করতে মুলারকে বরখাস্তও করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে তার সব চেষ্টা বিফল হয়েছে। খবর বিবিসির।

মুলার তার প্রতিবেদনে লিখেছিলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ করেছেন- এরকম কোনো উপসংহার এই প্রতিবেদন টানছে না। তবে এই প্রতিবেদন তাকে দায়মুক্তিও দিচ্ছে না।”

পিবিএ/এএইচ

আরও পড়ুন...