তরুণীর লালসার শিকার হল ৫ বছরের শিশু

chield_rape-PBA

পিবিএ ডেস্ক: ব্যস্ততার কারণেই সারাদিন বাচ্চাটির খেয়াল রাখা কারও পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই রাখা হয়েছিল এক বেবি সিস্টারকে।

কিন্তু কেও কখনও ভাবেনি, কেমন বিপদে পড়তে চলেছে নিষ্পাপ শিশুটি। তাকে যৌনক্রিয়ায় অংশ নিতে জোর করার অভিযোগে শেষমেশ গ্রেফতার হল ১৮ বছরের ওই বেবি সিটার।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, মেরি মেডেলিন নামের ওই তরুণীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

কেমন করে ফাঁস হল তরুণীর বিকৃতকামের খবর? সে কাজটি করেছে ওই নির্যাতিত শিশুই। সে তার মাকে সব কথা জানালে তিনি পুলিশের দ্বারস্থ হন।

শিশুটির বক্তব্য থেকে পরিষ্কার, ওই বেবি সিটার তাকে যৌনক্রিয়া করতে জোর করে। ওই শিশু ও তরুণীর উপর পরীক্ষা চালানো হয়েছে।

পরীক্ষায় তরুণীর স্তনে শিশুটির ডিএনএ পাওয়া গিয়েছে। ওই তরুণীর যৌনাঙ্গ থেকেও ডিএনএ উদ্ধার করা হয়েছে। তবে সেটি ওই শিশুরই কি না, তা এখনও স্পষ্ট নয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...