তানিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পিবিএ,গাইবান্ধা: কিশোরগঞ্জে চলন্ত বাসে ঢাকার ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়াকে তানিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডের এই কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা।

মানববন্ধন
মানববন্ধন

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা ফোরামের আহবায়ক ইশরাত জাহান, জেলা ছাত্রফ্রন্টের সদস্য সুপ্তি আক্তার, বাম গণতান্ত্রিক জোটের সম্বয়ক গোলাম রব্বানী, শিক্ষক জসীম উদ্দিন ও বাসদ জেলা শাখার সদস্য সুকুমার চন্দ্র মোদক প্রমুখ।

বক্তারা বলেন, মে মাসের প্রথম ৮ দিনে সারাদেশে ৪১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হত্যাও করা হয়েছে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। বিচারহীনতার এই সংস্কৃতির কারণে এসব ধর্ষণ ও হত্যাকা-ের ঘটনা বেড়েই চলেছে।

তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো স্বল্পতম সময়ে ছয় মাসের মধ্যে নিষ্পত্তির দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, সকল প্রকার নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে তানিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...