তাপদাহ থেকে বাঁচতে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ১০০ বৃক্ষ রোপণ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সংগঠনটির দলীয় টেন্টে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সংগঠনের সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার। এ ছাড়া সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ৭ দিনে ৫০০ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যে শাখা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে ২০০০ গাছের চারা রোপণ করার কথা জানায় সংগঠনটি।

সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে যাওয়া জনজীবনে শান্তির পরশ আনতে সারাদেশে ১কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ইবি ছাত্রলীগ ক্যাম্পাসে ৫০০ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করে।

আরও পড়ুন...