তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে

heat-and-temprature-40-PBA

পিবিএ,ঢাকা: আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়ছে- উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র তিন থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে। এ সময় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এদিকে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ দাবদাহ অব্যাহত থাকতে পারে আরও ৪ থেকে পাঁচ দিন। গত এপ্রিলে সারাদেশে গড়ে ২০ দশমিক পাঁচ শতাংশ বৃষ্টি কম হলেও কালবৈশাখী আঘাত হেনেছে আগের বছরের এপ্রিলের তুলনায় ৬০ শতাংশ বেশি। মঙ্গলবার দেশের বেশির ভাগ স্থানের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...