পিবিএ, খেলাধুলা: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল। তার আগ্রাসী ব্যাটিংয়ে কাপতে থাকে বিপক্ষ দলের বাঘা বাঘা বোলররা। এই ড্যাসিং ওপেনার মাঠের ভেতরে যেমন বুদ্ধিদীপ্ত ঠিক তেমনি মাঠের বাইরেও। আর তা বোঝা গেল একটি বেসরকারি টেলিভিশনের ক্রীড়া সংবাদকর্মীকে করা তামিমের প্রশ্ন দেখে।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সেই প্রশ্ন ভাইরাল। দেখা যায় তামিম ইকবাল সেই ভিডিওতে বলছেন, ‘এই যে আপনারা আজব আজব নিউজ করেন, এটা কি ঠিক? মানুষদের আপনারা বিপদে ফেলে দেন, এর রহস্যটা কী?’
জবাবে ঐ সংবাদকর্মী বাস্তব কোনো ঘটনা ছাড়া নিউজ করেন না এমন দাবি করলে তামিম বলেন, ‘উদাহরণ দিতে চাইলে আপনিই বিপদে পড়ে যাবেন।’
এই সংবাদকর্মীকে তামিমের বিরুদ্ধে না জেনে জাতীয় সংগীত গাইতে না আসার একটা সংবাদ প্রকাশ করার কথাও বলেন। এ ছাড়া চন্ডিকা হাথুরুসিংহের কোচিং চলাকালীন একটি বিতর্কের প্রসঙ্গ টেনে নিজের অবস্থান পরিষ্কার করেন বাঁহাতি এই ওপেনার।
এদিকে সাংবাদিককে প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার কারণে অনেকেই তামিমের প্রশংসা করছেন।
পিবিএ/এমএস