পিবিএ ডেস্ক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রায় সব সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা বেছে নিচ্ছেন নিজেদের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ। বাংলাদেশ থেকে দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালও জানিয়েছেন নিজেদের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে থাকা খেলোয়াড়দের নাম।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর জিজ্ঞাসায় বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল জানালেন তার প্রিয় সেরা একাদশ, যেখানে জায়গা পেয়েছেন তারই সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসান।
বাংলাদেশ থেকে একমাত্র সাকিবকেই নিয়েছেন তামিম। এছাড়া ভারত থেকে সর্বোচ্চ ৪ জন, পাকিস্তান ও অস্ট্রেলিয়া থেকে ২ জন করে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে এক জন করে ক্রিকেটার নিয়ে তামিম গড়েন তার প্রিয় সেরা একাদশ।
তার দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া ওপেনার ও ওয়ান ডাউনে আছেন যথাক্রমে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলি।
এর পর ব্যাটিং অর্ডারে রেখেছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, সাকিব, মহেন্দ্র সিং ধোনি। বোলার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাহ ও শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন।
তামিমের চোখে সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ:
শচীন টেন্ডুলকার (ভারত), বীরেন্দর শেবাগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রাহ (অস্ট্রেলিয়া) এবং মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)।
পিবিএ/এএইচ