তামিম লুফে নিলেন আইফোন-১১

পিবিএ স্পোর্টস: প্রযুক্তির প্রতি, বিশেষত ফোনের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে তামিম ইকবালের। একবার তো আইসিসিকে দেওয়া এক সাক্ষাকারে মাহমুদউল্লাহ রিয়াদ রসিকতা করে বলেই ফেলেছিলেন, ‘তামিম ইকবাল খান। ফোন ছাড়া এক মুহূর্তও চলতে পারবেন না।’ স্বভাবতই তাই স্মার্টফোনের নতুন সংস্করণগুলো কিনতে পছন্দ করেন তামিম।

গতকাল রাতে তেমনিভাবে ইনস্টাগ্রামে নিজের নতুন কেনা আইফোন ইলেভেন প্রোর ছবি পোস্ট করেছেন তামিম। স্মার্টফোনটি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বাজারে এনেছে মাত্র কয়েকদিনই হয়েছে। এরই মাঝে ফোনটি কিনে ফেলেছেন তামিম।

https://www.instagram.com/p/B29bA8ep9QL/?utm_source=ig_embed

আরও পড়ুন...