তামিলনাড়ুর মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেল ৭ জনের

পিবিএ,ডেস্ক: ভারতের তামিলনাড়ুর একটি মন্দিরে কয়েন বিতরণকে কেন্দ্র করে ভিড়ে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন নারী রয়েছ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। রোববার তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথাইয়াপালায়াম গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি জিউজের খবরে বলা হয়েছে, মুথাইয়াপালায়াম গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ। মন্দিরের পদিকাসু অনুষ্ঠান (এই অনুষ্ঠানে ভক্তদের মধ্যে কয়েন বিতরণ করা হয়) শুরু হতেই তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। এতে পদদলিত হয়ে সাতজন মারা যান। আহত হন আরও ১০জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন মোদি। পাশাপাশি ১ লাখ টাকা দেয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পিবিএ/হাতা

আরও পড়ুন...