তা‌রেক রহমান শীঘ্রই দে‌শে ফির‌ছেন: ওয়াদুদ ভুইয়া

মো: এনামুল হক,খাগড়াছ‌ড়ি: তা‌রেক রহমান যেন দে‌শে ফি‌রে আস‌তে না পা‌রে সে জন‌্য সব রকমের ব‌্যবস্থা ক‌রে‌ছে প‌তিত শেখ হা‌সিনার সরকার। যার কা‌রণে ‌দে‌শে ফির‌তে দে‌রি হ‌চ্ছে। ত‌বে আই‌নি প্রক্রিয়া শেষ ক‌রে শীঘ্রই দে‌শে ফির‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পি সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস‌্য ওয়াদুদ ভুইয়া।

গতকাল মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) বিকেলে খাগড়াছ‌ড়ি মা‌টিরাঙ্গার গোম‌তি বি‌রেন্দ্র কি‌শোর উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে অনু‌ষ্ঠিত খাগড়াছ‌ড়ি বনাম বগুড়ার এক‌দি‌নের প্রমীলা প্রী‌তি ম‌্যাচ ফুটবল টুর্ণম‌্যান্ট অনষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব ব‌লেন।

তা‌রেক রহমা‌নের আগম‌নে দে‌শে বিএন‌পির বিজ‌রেয় তারা উ‌ড়বে উ‌ল্লেখ ক‌রে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, যেদিন তা‌রেক রহমান বিমান বন্দ‌রে নাম‌বে, মানু‌ষে পদভা‌রে ঢাকার রাজপথ ঢে‌বে যা‌বে। ‌সেদিন টে‌লি‌ভিশ‌নের সাম‌নে থে‌কে ঢাকার অবস্থা দেখার আহ্বান জানান তি‌নি।

বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার জন‌্য দোয়া চে‌য়ে তি‌নি আরও ব‌লেন, মা‌টি ও মাু‌ষের মা বেগম খা‌লেদা জিয়া‌কে বৃদ্ধ বয়‌সে জেলখানায় রে‌খে নৃশংসভা‌বে বিষপান ত‌রে হত‌্যার চেষ্টা ক‌রেছে ফ‌্যা‌সিসট হা‌সিনা। এখন তিনি মৃত‌্যু সা‌থে পাঞ্জা লড়‌ছেন। তার সুস্থতার জন‌্য সক‌লের কা‌ছে দোয়া কামনা ক‌রেন তি‌নি

আওয়ামী দুঃশাস‌নের কথা উ‌ল্লেখ ক‌রে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, বিগত ষোল বছর আওয়ামী লীগ দে‌শের অর্থ বি‌দে‌শে পাচার ক‌রে‌ছে। নির্যাতন ক‌রে‌ছে,মান‌ুষকে মে‌রে কথা বল‌তে দেয়নি, ফ‌্যা‌স্টিদের কথা ম‌নে রাখ‌ার জন‌্য সক‌লকে স্মরণ ক‌রে দেন‌ তি‌নি।

মা‌টিরাঙ্গার মানুষের নি‌জের প্রতি ভা‌লোবাসার কথা প্রকাশ কর‌তে গি‌য়ে আ‌বেগ আফলুত ক‌ন্ঠে ওয়াদুদ ভুইয়া ব‌লেন, হা‌সিনার সরকার আঠারো বছ‌রেও তা‌কে জনবিচ্ছিন্ন কর‌তে পা‌রে নাই। ফ্যাসিস্ট সরকার চে‌য়ে‌ ছি‌লো তি‌নি যেন মানু‌ষের মা‌ঝে আস‌তে না পা‌রেন। হা‌সিনা যেভা‌বে পলায়ন হ‌য়ে‌ছে ঠিক একই ভা‌বে খাগড়াছ‌ড়ির আওয়ামী লী‌গ ব‌্যর্থ হ‌য়ে‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন তি‌নি।

প‌রে খেলায় বিজয়ী ও রানার্স আ‌পে‌র হা‌তে পুরষ্কার তু‌লে দেন প্রধান অ‌তি‌থি। এর আ‌গে ওয়াদুদ ভূইয়া কিন্ডারগার্টেন ভবন ও প‌রে গোমতি আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং গোমতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উ‌দ্বোধন ক‌রেন তি‌নি।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএন‌পি সভাপ‌তি শাহজালাল কাজল,সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী, উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক জয়নাল আব‌দীন সরকার এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...