পিবিএ,তালা (সাতক্ষীরা): “তালার খেশরায় মাদকের ছড়াছড়ি, এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি ॥ ইয়াবাসহ গ্রেফতার-১ ” শিরোনামে সংবাদ পত্রিকায় প্রকাশ করায় তালার সিনিয়র সাংবাদিক দৈনিক খবর, ইংরেজী জাতীয় দৈনিক “বাংলাদেশ টুডে, সময়ের খবর, যুগেরবার্তা’ পত্রিকার তালা প্রতিনিধি এম এ ফয়সালকে হত্যার হুমকীসহ সাতক্ষীরা প্রেসক্লাবে একটি বানোয়াট সংবাদ সম্মেলনের ঘটনায় ফুঁসে উঠেছে তালার সাংবাদিক মহল। তীব্র নীন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে মাদক কারবারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব ও তালা সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার (১০ এপ্রিল ) রাতে পাইকগাছা থেকে তালার খেশরার আছাফুর (৪০) নামে এক মাদক ব্যবসায়ী খুলনা গোয়েন্দা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়। সংবাদটি পরের দিন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়। এরপর ১২ এপ্রিল আরও একটি ফলোআপ সংবাদ দৈনিক সময়ের খবর, যুগের বার্তা, কালের চিত্রসহ কয়েকটি অনলাইলে প্রকাশিত হয়।
এতে গাত্রদাহ শুরু হয় খেশরার এলাকার চিহ্নিত মাদককারবারীদের , তারা গত ১৩ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে একটি বানোয়াট সংবাদ সম্মেলনের আয়োজন করে। তালার হরিহরনগর গ্রামের দু-বখাটে যুবক চিহ্নিত মাদক ব্যবসায়ী মিলন ও আজমীর সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ বিষয়ে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, একজন সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকী বা তার বিরূদ্ধে বানোয়াট সংবাদ সম্মেলন কোনটাই বরদাস্ত করা যাবে না। যদি সংবাদ পরিবেশনে সাংবাদিকের তথ্যগত কোন ভূল হয়, তাহলে আমাদের কাছে প্রতিবাদলিপি দিতে পারতো।
তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক’র প্রতিনিধি গাজী জাহিদুর রহমহান মাদকসেবীদের গ্রেফতার দাবি করে বলেন, একজন সাংবাদিককে রাস্তায় আটকে চাঁদাবাজি করা সাহস নেশাখোররা কোথায় পেলো। তালা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন জানান, মাদকের ব্যাপারে আমি কখন আপোষ করি না। সাংবাদিক ফয়সালকে আমরা চিনি ও জানি, যারা তাকে ভূয়া সাংবাদিক আখ্যা দিয়ে অপ-প্রচার চালাচ্ছে তাদেরসহ তাদের মাদক ব্যবসার গটফাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তালা রিপোটর্স ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জুলফিকার রায়হান জানান, একজন সিনিয়র সাংবাদিককে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য বা কুরুচপূর্ণ সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনের নিকট ঘটনা সুষ্ঠ তদন্ত দাবি করছি।
তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার জানান, একজন সাংবাদিক কোন অন্যায় করলে তারা আমাদের জানাতে পারতো, রাস্তায় আটকিয়ে লাঞ্চিত করা বা ফেসবুকে অশালীন বক্তব্য বা সংবাদ সম্মেলন কোনটি গ্রহনযোগ্য নয়।
উক্ত ঘটনায় আরও যারা প্রতিবাদ জানিয়েছেন, তারা হলেন, দৈনিক কালের কণ্ঠ ও বার্তাসংস্থা পিবিএ’র তালা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপু, লোকসমাজ/ দৈঃ তথ্য প্রতিনিধি সেলিম হায়দার, আমাদের অর্থনীতি’র সব্যসাচি মজুমদার বাপী, দৈনিক জণতা’ অর্জুন বিশ^াস, দৈনিক স্পন্দন’র তপন চক্রবর্ত্তী’ আমাদের কন্ঠ’র জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, দৈনিক যায়যায়দিন’র মামুন রেজা, এশিয়ান টিভি’র ইলিয়াস হোসেন, সাংবাদিক কে এম শাহিনুর রহমান ( দৈঃ মশাল/সংযোগ প্রতিদিন) সেকেন্দার আবু জাফর বাবু ( দৈঃ কালের চিত্র) শফিকুল ইসলাম (বাংলাদেশের খবর), হাসান আলী বাচ্চু (দৈঃ প্রবর্তন), কাজী আরিফুল হক ভূলু (দৈঃ ভোরের ডাক),কাজী লিয়াকত হোসেন(দৈঃ যশোর), জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পিবিএ/মোঃ রোকনুজ্জামান টিপু/জেডএইচ