পিবিএ,তালা: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে এক জরুরী সভা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, মোঃ নুর ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, সুমন রায় গনেশ, কাজী লিয়াকত হোসেন, এসকে রায়হান প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ারের মাতা ফজিলা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সভায় কলাগাছি গ্রামের কলেজছাত্রী বিউটি মন্ডলের আত্নহননের প্ররোচনাকারী বখাটে মৃত্যুঞ্জয়র রায়ের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
পিবিএ/ রোকনুজ্জামান টিপু/এসডি