তালিবান হামলায় সরকার সমর্থিত ১৪ জন সেনা নিহত

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র তালিবান হামলায় সরকার সমর্থিত ১৪ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (২৮ আগস্ট) রয়টার্স প্রকাশিত এই সংবাদে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে হামলা চালায় সশস্ত্র তালিবান সদস্যরা।

বুধবার পুলিশ প্রধান মুখপাত্র আবদুল অহিদ ওয়ালিজাদা জানান, রোবাত সাঙ্গি জেলায় মঙ্গলবার রাতের হামলায় আরও সাতজন আহত হয়েছে। পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়, যাতে ঠিক কতজন তালিবান হতাহত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। পৃথকভাবে, পূর্ব নানগারহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগনাই বলেছেন, মঙ্গলবার প্রদেশের রাজধানী জালালাবাদে গাড়ি সংযুক্ত বোমা বিস্ফোরণে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত ও দুজন আহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে সমাপ্তি টেনে সেনা প্রত্যাহারে তালিবান নেতৃত্বের সঙ্গে চুক্তির চূড়ান্ত ধাপে রয়েছে তখনই আফগানিস্তানে তালিবান হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তালিবানরা হেরাত হামলার দায় স্বীকার করলেও নানগারহারে হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি। সেখানে তালিবান ও আইএসআইএসের স্থানীয় সহযোগীরা সক্রিয় রয়েছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...