পিবিএ, সুনামগঞ্জ: গত সপ্তাহে অতি বৃষ্টি ও পহাড়ীঢল তাহিরপুর উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে প্রায় অর্ধ্ব শত গ্রামের মানুষ পানিবন্দি থাকার পর ফের টান ৫ দিনের প্রবল বর্ষণ আর সীমান্ত নদী যাদুকাটা ও ভারতীয় মেঘালয় পাহাড় সীমান্তে বিভিন্ন ছড়া দিয়ে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে আবাও তাহিরপুর উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
প্লাবিত হয়েছে উপজেলার নতুন নতুন গ্রাম। এমনকি তাহিরপুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাশতাল ছড়গাও প্রাথমিক বিদ্যালয়, দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পানির নিচে। এতে করে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রম।
শুধু তাই নয়! প্রায় ১০/১২ দিন যাবৎ বন্ধ রয়েছে তাহিরপুর-সুনামগঞ্জ,বাদাঘাট-তাহিরপুর,সুনামগঞ্জ-মহিষখলা-কলমাকান্দা সড়ক যোগাযোগ। আজ ১১ জুলাই বৃহস্পতিবার সরেজমিনে তাহিরপুর উপজেলার বিন্নাকুলী, লামাশ্রম, মোদেরগাও, কামালপুর, রহমতপুর, গাঘড়া, গড়কাটি, পাঠানপাড়া, কোনাটছড়া, দিঘিরপাড়, সোহালা, ইয়বপুর, নুরপুর, মল্লিকপুর, ননাই, ভোলাখালী, ভাদলারপাড়, সোনাপুর, কুকুরকান্দি, ধরুন, ইউনুছপুর, কাঞ্চনপুর, ইসলামপুর, পাতারগাও, দক্ষিনক’ল, মাহতাবপুর, পিরিজপুর, নয়াহাঠ, আনোয়ারপুর, বালিজুরী, পাতারি, তিওরজালাল, বারুঙ্কা, চিকসা, বীরনগর, জয়নগর, উজানতাহিরপুর, ভাটিতাহিরপুর, রতনশ্রী, শাহাগঞ্জ, সোলেমানপুর, সিলানিতাহিরপুর, মন্দিয়াতা, নয়াবন্দ, তরং, শ্রীপুর, বালিয়াঘাট, ডাম্পেরবাজার, বড়ছড়া, টেকেরঘাট, লাকমা, লালঘাট, চারাগাও, কলাগাও, বাগলী, বীরেন্দ্রনগরসহ প্রায় শতাধিক গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এসব গ্রাম গুলোর বাড়ি-ঘরের ভিতরে পানি প্রবেশ করার কারণে প্রায় সপ্তাহ খানেক যাবত চুলায় আগুন ধরাতে না পারায় ওই সব গ্রামে হাজার হাজার পরিবার অনাহারে খুব কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছে। এসব এলাকার গ্রামীণ ছোট ছোট রাস্তা ঘাট, ব্রীজ, কার্লভাট ক্ষতিগ্রত হয়ে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ ব্যাবস্থা প্রায় বিচ্ছিন্ন রয়েছে। গত তিনদিন ধরে উপজেলার বাগলী শুল্ক ষ্টেশনেসহ বেশিরভাগ বিদ্যুৎআয়ীত গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বাগলী চুনাপাথর ও কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আব্দুল খালেক মাষ্টার, সহ সভাপতি উমরআলী, কোষাধক্ষ ডা. মনির হোসেন, সদস্য আলী হোসেন। স্থানীয় কৃষকলীগ নেতা গোলাম মস্তফা ও স্থানীয়ই উপিসদস্য আবুল কালাম জানিয়েছেন, এসব এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ মন্দিরের ভিতরে পানি প্রবেশ করেছে। উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে গত দু’দিন ধরে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এশাধিক ভুক্তভোগী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক খারাপ থাকলে কতৃপক্ষ নজর দিচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়রম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনপ্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ জানিয়েছেন, গত সপ্তাহে ১১৫জনকে ১৫ কেজি করে ত্রাণ দেয়া হয়েছে, আজ আরো ১২০জনকে ত্রাণ দেয়া হবে। তিনি আরো জানান পর্যায়ক্রমে বন্যা কবলিত আরো ২৬৫ জনকে ত্রাণ দেয়া হবে। প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ অনেক কম দেয়া হচ্ছে প্রশ্ন করলে তিনি বলেন, প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকাও বৃদ্ধি পাচ্ছে, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকলকেই প্রয়োজনীয় সহায়তা করা হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. আবু বকর সিদ্দিক ভুইয়া জানিয়েছেন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এয়াড়াও জেলার ছোট বড় সকল নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরো জানান গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় ১৬৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী তিন দিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হ”েছ এবং বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রাণ বিতরণ: উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদের পক্ষ থেকে উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামে ত্রাণ বিতরণ করেন, এসময় উনার সঙ্গে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজ উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়ায় ত্রাণ বিতরণ করেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, দৈনিক কালের কন্ঠের তাহিরপুর উপজেলা প্রতিনিধি গোলাম সরোয়ার লিটন।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ খন্দকার লিটন তার ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রামে শতাধিক দূর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
পিবিএ/বিএইচ