তাহিরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু


পিবিএ,তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হুমায়ূন কবির (৩২) নামের এক বালি পাথর যুবকের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে হুমায়ুনের চাচা ওলি ইসলাম(৪৫)। নিহত হুমায়ুন কবির তাহিরপুর উপজেলার ৫ নং উত্তর বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানাযায়, ৭ জুলাই রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় তার নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘরের মেজেতে পরে থাকে। পরে ঘন্টাখানেক পর হুমায়ুনের চাচা ওলি ইসলাম ঘরে ঢুকে হুমায়ুনকে মেজেতে পড়ে থাকতে দেখে এবং তার কোন সাড়াশব্দ না পেয়ে হুমায়ুনকে পর্স্শ করলেই ওলি ইসলামও বিদ্যুৎপৃষ্ঠ হয়। এসময় ওলি ইসলামের চিৎকার শুরু করলে তার পরিবারে ও আশপাশের লোকজন এসে উদ্ধার করে।

এসময় হুমায়ুনের অবস্থা বেগতিক দেখে তাকে স্পিডবোট যোগে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়। ও তার চাচা ওলি ইসলামকে স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পিবিএ/কামাল হোসেন/এমএসএম

আরও পড়ুন...