তাহিরপুরে ২ দিনপর ভেঁসে উঠলো নিখোঁজ যুবকের লাশ

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে নৌকা থেকে মাটিয়ান হাওরের পানিতে পরে আল আমিন মিয়া (২৫) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিনপর হাওরের পানিতে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে ভেঁসে উঠলো তার লাশ। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে। সকলে স্থানীয় এলাকাবাসী মাটিয়া হাওরে ওই যুবকের লাশ ভাসতে দেখে পরে বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে পুলিশ তার লাশ উদ্ধার করে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর থানার ওসি মো. লতিফুর রহমান তরফদার।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে নিহত আল আমিন মিয়া একা ছোট একটি ইঞ্জিত চালিত নৌকা নিয়ে পাশ্ববর্তী দক্ষিন শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে তার বড় বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় পথিমধ্যে মাটিয়ান হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পানিতে পরে সে নিখোঁজ হয়। পরে নৌকাটি হাওরের মধ্যে ঘুরতে দেখে জেলেরা বাড়ীতে খবর দিলে তারা গত তিনদিন অনেক খোঁজা খুঁজি করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে আজ (সোমবার) সকালে তার লাশ মাটিয়ান হাওরে ভেঁসে উঠে।

পিবিএ/কামাল হোসেন/এসডি

আরও পড়ুন...