পিবিএ ডেস্ক : তিউনিশিয়ার একটি আদালত সে দেশের সাত জিহাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০১৫ সালে একটি জাদুঘর ও সমুদ্র সৈকতে হামলা চালানোর দায়ে তাদেরকে এ সাজা দেওয়া হয়। এসব হামলায় পর্যটকসহ অনেকের প্রাণহানি ঘটে। শনিবার প্রসিকিউটররা একথা জানান।
এএফপি জানায়, এ দুই মামলার পৃথকভাবে বিচার করা হয়। প্রসিকিউশন মুখপাত্র সোফিয়েনি স্লিতি জানান, আদালত আরো কয়েকজন আসামিকে ৬ থেকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে।
পিবিএ/জিজি