পিবিএ ডেস্কঃ ভারতে তিনবছর ধরে নিখোঁজ ব্যক্তির খোঁজ মিলেছে এক টিকটক ভিডিও’র মাধ্যমে। তার স্ত্রীর এক আত্মীয় সমপ্রতি তাকে এক টিকটক ভিডিওতে খুঁজে পান। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম সুরেশ। ২০১৬ সালে তামিল নাড়ুর হসুর শহর থেকে নিজের স্ত্রীকে ছেড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। এরপর থেকে তৃতীয় লিঙ্গের এক নারীর সঙ্গে সমপর্ক ছিল তার। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সুরেশের স্ত্রীর এক আত্মীয় এক টিকটক ভিডিওতে তৃতীয় লিঙ্গের এক নারীর সঙ্গে তাকে দেখতে পান। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা ওই ব্যক্তিকে খুঁজে বের করতে অভিযান চালিয়ে তাকে বের করে আনে।
পুলিশ জানিয়েছে, তারা ওই দমপতিকে পরামর্শ দিয়েছে ও বুঝিয়েছে। তারা এখন ফের একসঙ্গে বাস করছে।
পুলিশ আরো জানায়, সুরেশের সঙ্গে থাকা তৃতীয় লিঙ্গের ওই নারীকে চিহ্নিত করতে এ বিষয়ক একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছে তারা।
পিবিএ/ইকে