তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিলেন কুশল পেরেরা। তিন ম্যাচ ওয়ানডের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পেরেরার ব্যাটে ভর করে ভালো সংগ্রহের দিকে এগোচ্ছে সফরকারী শ্রীলঙ্কা।
দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা এবং কুশল পেরেরা মিলে ওপেনিং জুটিতে তোলেন ৮২ রান। তবে ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে পরপর দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর কুশল মেন্ডিসকেও ২২ রানে ফেরান তাসকিন।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন কুশল পেরেরা। ৯৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে এই ইনিংস খেলার পথে তিনবার জীবন পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১২০ রানে থামেন তিনি। শরিফুল ইসলামের বলে ফিরে যান এই লঙ্কান ব্যাটসম্যান। উইকেটে অপরাজিত আছেন ধনাঞ্জয়া ডি সিলভা। তার সংগ্রহ ২৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪০ ওভারে ৪ উইকেটে ২১৭ রান।