তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন ছাত্রীদের

পিবিএ ডেস্ক : পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন ছাত্রীদের- এমন এক অভিযোগে মাদ্রাজের এক নারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১১ মাস পর আদালত তাকে জামিন দিয়েছে।

এনডিটিভি জানায়, পরীক্ষায় ভালো নম্বর তুলতে মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের (এমকেইউ) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন কলেজ শিক্ষিকা নির্মলা দেবি। এ ঘটনায় কলেজ থেকে বহিষ্কার করা হয় এ সহকারী অধ্যাপককে।

এমকেইউ অনুমোদিত দেভাঙ্গা আর্টস কলেজের এ শিক্ষিকার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে এক অডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।

অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজের একটি আদালত তাকে জামিন দেয়। তবে তদন্তকাজে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে আদালত তাকে নির্দেশ দেয়। সেইসঙ্গে সংবাদমাধ্যমকে কোনো ধরনের সাক্ষাৎকার দিতে নিষেধ করে দেয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image