তিন জেলার চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

পিবিএ, ঢাকা: দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বগুড়া, মাগুরা ও সিরাজগঞ্জের চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা বিএনপির সদস্য ও মোহাম্মদপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সদস্য মাহফুজা খাতুন ও দলের প্রাথমিক সদস্য মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, একই কারণে গত ২৬শে ফেব্রুয়ারি সুনামগঞ্জ, পঞ্চগড় ও পিরোজপুরের নয় নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি।

নতুন চারজনকে নিয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কারের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পর এবারের উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই সঙ্গে তৃণমূল নেতাদের হুঁশিয়ার করে বলেছেÑ যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...