বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে স্বাগতিক বাংলাদেশ। বর্তমানে টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করছে কিউইরা। যেখানে ভয়ংকর হয়ে ওঠার আগেই হেনরি নিকলসকে সাজঘরের পথ দেখিয়েছেন মিরাজ। এতে তিন টপ অর্ডারকে হারিয়ে রীতিমতো ধুঁকছে কিউইরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩০ রান।

এর আগে সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩৮ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩২ রান।

এর আগে সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করে ৩৩৮ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩২ রান।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন লাথাম। তার উইকেট নিজের ঝুলিতে ভরেছেন শরিফুল ইসলাম।

এরপর উইকেটে আসেন কেন উইলিয়ামসন। ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে লেগ বিফরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। এতে উইলিয়ামসনের ইনিংস থামে ১১ রানে। এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন হেনরি নিকলস।

এখন ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কনওয়ে। মিচেলকে ৪ ও কনওয়ে ১৭ রানে ব্যাটিং করছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩৩০ রানের লিড নিতেই গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল।

আরও পড়ুন...