পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি কর্মকর্তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আমিনুল ইসলামকে পুলিশ টেলিকম বিভাগে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদরদপ্তরে (টিআর পদে), এপিবিএনের ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজ্জামেল হককে অ্যান্টি টেররিজম ইউনিটে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহারকে রাজশাহী সারদায় সংযুক্ত, সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলামকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডুকে রংপুর রেঞ্জে সংযুক্ত, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আশিক সাঈদকে পুলিশ সদরদপ্তরে এবং বরিশাল আরআরএফের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুস সালামকে বরিশাল আরআরএফ-এর কমান্ড্যান্ট করা হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া রাজশাহীর সারদার মো. সিদ্দিকুর রহমানকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি) মো. ছালেহ উদ্দিনকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হককে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি) মুনশী শাহাবুদ্দীনকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. এনামুল কবিরকে হাইওয়ে পুলিশে এবং র্যাবের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি) আহম্মদ মুঈদকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।