তিন দিকে বৈরান নদী। এক দিকে জামতলী বিল। মাঝে দ্বীপের মতো দুটি গ্রাম জামতৈল ও নবগ্রাম চরপাড়া। দুইগ্রামে বাস করে পাঁচশতাধিক পরিবার। গ্রামের শত শত শিশু প্রতিদিন নদী পেরিয়ে স্কুলে যাওয়া আসা করে। পারাপারের মাধ্যম একমাত্র এই বাঁশের সাঁকো। এ ছাড়া বৃদ্ধ, শিশু ও অসুস্থদের সাঁকো পেরুতে অবর্নণীয় দুর্ভোগ যেন এখানকার জনগনের নিত্য সঙ্গী। ছবিটি সোমবার সকালের তোলা। সোমবার, ১৭ জুন। ছবি: পিবিএ

আরও পড়ুন...