তিন মাসে আফগানিস্তানে নিহত ৪৩১৩ জন

পিবিএ ডেস্ক: চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে ৪ হাজার ৩১৩ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টেবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএমএ)। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ১ হাজার ১৭৪ জন নিহত এবং আহত হয়েছে ৩ হাজার ১৩৯ জন। গত তিন মাসে ৭৮৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১ হাজার ২৫৪ জন আহত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে আফগানিস্তানে মোট হতাহতের সংখ্যা ৮ হাজারেরও বেশি।

এতে আরও বলা হয়েছে, গত মাসে আফগানিস্তানের নির্বাচনী সহিংসতায় ৮৫ জন সাধারণ নাগরিক নিহত এবং ৩৭০ জনের বেশি আহত হয়েছে। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা তাদামিচি ইয়ামামোতো বলেন, এমন উচ্চ হারে বেসামরিক লোকের হতাহতের ঘটনায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষকে বাঁচাতে সব পক্ষকেই সচেষ্ট হতে হবে।

দুই দশক ধরে যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তালেবান বিদ্রোহীরা। গত কয়েক বছরে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেশি ঘটতে শুরু করে। আফগানিস্তানে হতাহতের সংখ্যা প্রায় বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরকারবিরোধী উপাদান দেখছে জাতিসংঘের সহায়তা মিশন। যদিও সরকারি বাহিনীর কারণেও এ হতাহতের পরিমাণ ২৬ শতাংশ বেড়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...