তিন মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের তিন নেতা

পিবিএ ডেস্ক: দীর্ঘ তিনমাস গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের তিন নেতা। জম্মু ও কাশ্মীর প্রশাসন বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে থেকে প্রশাসনের নির্দেশে গৃহবন্দি করে রাখা হয় এই নেতাদের।
কাশ্মীরে যে নেতারা মুক্তি পেয়েছেন তারা হলেন, ইয়ার মির, নূর মুহাম্মদ এবং সোয়াইব লোনে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গৃহবন্দি ওই নেতাদের কাছ থেকে প্রশাসনের তরফে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে।


জানা গেছে, নূরের মুক্তির আগে জম্মু ও কাশ্মীর প্রশাসন তাকে দিয়ে একটি মুচলেখায় সই করিয়ে নিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই মুচলেখাতে নূরকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে।
গত আগস্ট মাসের ৫ তারিখ কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এ কারণে কাশ্মীরের চার শতাধিক রাজনৈতিক নেতাকে বন্দি করে ভারত। এছাড়া এতদিন ধরে কাশ্মীরকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ভারতীয় সেনারা। ভারত সরকার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক দাবি করলেও বাস্তবতা ভিন্ন বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার থেকে কাশ্মীরে পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...