পিবিএ,খেলাধুলা: ফরাসি কাপের ফাইনালে রেন ডিফেন্ডার সিলভাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
সেই ঘটনায় কাল তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফরাসি ফুটবল ফেডারেশন। ফাইনালে রেনের কাছে হারের পর প্রতিপক্ষের এক সমর্থককে ঘুষি মারায় এমবাপ্পের পিএসজি সতীর্থ নেইমারের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে ফরাসি ফুটবল ফেডারেশন। দোষী প্রমাণিত হলে তিন থেকে আট ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন নেইমার।
পিবিএ/এমএস