তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে মধ্যাঞ্চল

পিবিএ, খেলাধুলা ডেস্ক– শেষ দিনে বগুড়াতে জমাট লড়াইয়ে চমক দেখাতে পারলো না দু’দল। মধ্যাঞ্চলের ২৫৫ রান টার্গেটে ৬ রান দূরে পূর্বাঞ্চলের ম্যাচ শেষ হওয়ায় ম্যাচে জয়ের মুখ দেখেনি কেউ। অন্য ম্যাচে চট্টগ্রামে উত্তরাঞ্চলের পর দক্ষিণাঞ্চলের ব্যাটিং দৃঢ়তায় ড্র হয়েছে ম্যাচ। তিন ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে মধ্যাঞ্চল।

বগুড়াতে শেষ দিনের জমাট লড়াইয়ে দুদলের আক্ষেপটা বোধ হয় থেকেই যাবে। পূর্বঞ্চলের জয়ের জন্য যেখানে প্রয়োজন ছিল মাত্র রান। আর মধ্যাঞ্চলের উইকেট। আলোক স্বল্পতায় নির্ধারিত ওভারের আগে খেলা শেষ হওয়ায় ফলহীন রোমাঞ্চকর এক লড়াই দেখলো শহীদ চান্দু স্টেডিয়াম।

তবে দিনের শুরুতে দোদুল্যমান ছিল ম্যাচের ফলাফল। যেখানে জয়ের জন্য মধ্যাঞ্চলের উইকেট আর পূর্বাঞ্চলের দরকার ২৫৫ রান। মাহমুদুলের ১৩৫ রানের সুবাদে ৩২৬ রানের লক্ষ্যটা প্রায় ছুঁয়ে ফেলছিল পূর্বাঞ্চল। কিন্তু আপ্রাণ চেষ্টা করা মাহমুদুলের বিদায়ে মন্থর হয় পূর্বাঞ্চলের রানের চাকা।

দিনের শুরুতে অবশ্য আগের দিনের দুই ব্যাটসম্যান মাহমুদুল মোহাম্মদ আশরাফুলের ১০৩ রানের জুটি দলকে রেখেছিল কক্ষপথে। বড় ইনিংসের ইঙ্গিত দেয়া আশরাফুল ৬৪ রান করে বিদায় নেন। তবে তাসামুলের ৩৬, মাহিদুলের ২৩ আর শেষদিকে আবু জায়েদ রাহির ক্যামিও। তাতেও শেষ রক্ষা হয়নি পূর্বাঞ্চলের। আলোক স্বল্পতায় ম্যাচটা শেষ না হলে হয়তো জিতে যেত হাতে উইকেট থাকা পূর্বঞ্চল। ম্যাচ সেরা হয়েছেন মধ্যাঞ্চলের শহীদুল ইসলাম।

অন্য ম্যাচে চট্টগ্রামে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজ অনুমেয় ছিল ম্যাচের সমীকরণ ড্র হবার, হয়েছেও তাই। আগেরদিন প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ৩৮২ রানে ইনিংস শেষ দিন থামে আর মাত্র ১৩ রান যোগ করে ৩৯৫ রানে। উইকেট নেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। ৫৯ রান তুলতেই তিন উইকেট হারায় তারা। তবে ওপেনার এনামুল বিজয়ের ৬৬, মেহেদী হাসানের ৬০ আল আমিনের ৭৫ রানে, ২৮৪ রান তোলে দক্ষিণাঞ্চল। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠে ছাড়ে দুদল।

পিবিএ/এমটি/এইচএইচ

আরও পড়ুন...