তিন লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করছে ফরিদপুরে পল্লী বিদ্যুৎ সমিতি

faridpur-polli-buddyut-PBA

পিবিএ,ফরিদপুর: ফরিদপুর জেলা নয়টি উপজেলায় ১৯৯৫ সালের ১২ অক্টোবর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ছয় হাজার নয়শ ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপনের মাধ্যমে ১৭শ ৮৩ টি গ্রামের তিন লাখ নয় হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এর মধ্যে দুই লাখ ৮৫ হাজার একশ ৬৫টি আবাসিক, ১৬হাজার চারশ সাতটি বাণিজ্যিক, দুই হাজার চারশ ৮৭টি সেচ, চার হাজার দুইশ ৫৩টি সিআই, আটশ ৭১টি শিল্প ও একশ ১৪টি সড়ক বাতি সংযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পবিস এর হলরুমে সমিতি বোর্ডের মহিলা পরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান বক্তারা। সভায় প্রতিবেদন উপস্থাপন করেন ফরিদপুর পবিস এর জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান।

ফরিদপুর পবিস এর জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, জেলার বর্তমান বিদ্যুতের চাহিদা ৭০ মেঘাওয়াট। তিনি বলেন, এরই মধ্যে জেলার ফরিদপুর সদর, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এছাড়া মধুখালী ও নগরকান্দা উপজেলায়ও শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, ২০১৯ সালের মধ্যে অবশিষ্ট চার উপজেলাও শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

পিবিএ/এমআইটি/এফএস

আরও পড়ুন...