মোস্তাফিজুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাটে ইয়ুথ এগিনেস্ট হাঙ্গার এর সভাপতি রাইসুল মিল্লাত এর সহযোগিতার সারপুকুর যুব ফোরাম পাঠাগার নদী ভাঙন এলাকায় বিশুদ্ধ পানির ব্যাবস্থার লক্ষে নলকুপ প্রদান করেছেন। সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন জানায় প্রায় ১ লক্ষ ৫০হাজার টাকা ব্যায়ে মোট ১২টি নলকুপ পর্যায়ক্রমে প্রদান করা হবে । প্রত্যেকেটি নলকুপের গভীরতা ১২০ থেকে ১৫০ ফিট নিচে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার ২৮ আগষ্ট বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীরবর্তী কালমাটি গ্রামে নলকুপ প্রদানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, নারী সংগঠক মৌসুমী সরকার, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন ,সামাজিক সংগঠন পথ এর সভাপতি মৃদুল হাবীব, স্বেচ্ছাসেবক খায়ের জামালসহস্বেচ্ছাসেবী বৃন্দ ও উপকার ভোগীগণ ।
পিবিএ/এসডি