প্রতিমন্ত্রী বলেন, খনন ও বাঁধ নির্মানের মাধ্যমে হারিয়ে যাওয়া নাব্যতা ফিরে আসবে তিস্তা নদীর। কয়েক দিনে মধ্যে ভারতের পানি সম্পদ মন্ত্রী ও সচিবের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
ডেঙ্গু প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, নিজেকে আগে পরিস্কার থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। যদিও গ্রামে ডেঙ্গু রোগী নেই, আছে সব শহরে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মো. মাহফুজুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলাম।