পিবিএ,লালমনিরহাট প্রতিনিধি: নিজস্ব অর্থায়নে বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ছয়দফা দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে উপজেলা পরিষদের সামনে এসে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে তিস্তা পাড়ের শত শত মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে নিজস্ব অর্থায়ানে তিস্ত মহা পরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করের তারা।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনির সভাপতিতে অনুষ্ঠিত মান্ববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সফিয়ার রহমান। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বজলা রহমান বজু, কালিশংকর রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা রংপুর এসে বলে গেছেন আবু সাঈদের রংপুরে জেলা আর কোন মানুষ অভাবে থাকবে না তাই শহীদ আবু সাঈদের এলাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানুষের দাবি পূরণ করতে হবে। প্রয়োজনে তিস্তা ব্যাংক প্রতিষ্টা করে তিস্তাবাসীর সহযোগীতায় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা পারের মানুষজন দীর্ঘদিন ধরে বন্যা এবং খড়ায় কষ্ট করে আসছে, হাজার হাজার একর জমি নদীর গর্ভে বিলীন হয়েছে।
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়টি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার আতিকুল ইসলাম নিশ্চিত করেছেন।