পিবিএ ডেস্ক: তীব্র তাপদাহে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন বিপর্যস্ত। বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের আশপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় আবহাওয়া অফিসের আশঙ্কা, সপ্তাহ শেষে ভাঙতে পারে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
তীব্র গরমে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন এখন বিপর্যস্ত। গরমে অতিষ্ঠ এসব দেশের নাগরিকরা। ফ্রান্সের প্যারিসের আশেপাশের বেশ কয়েকটি শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
গরম থেকে নগরকে স্বস্তি দিতে স্থানীয় আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী ঝর্নার ব্যবস্থা করা হয়েছে। গরম থেকে স্বস্তি পেতে স্থানীয় নাগরিক ও পর্যটকেরা ছুটে আসছেন এই ঝর্ণায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
২০০৩ সালে ৪০ ডিগ্রী ওপরের তাপমাত্রা রেকর্ড ছিল ফ্রান্সে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে সেই রেকর্ড এবার ভাঙতে পারে।
পিবিএ/বাখ