ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

jhinaidhoh-murder-PBA

পিবিএ,ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে রতন মন্ডল (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (১৭এপ্রিল) সকালের দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় সেকেন্দার আলীর একটি গাছ চাচাতো ভাই ওলিয়ার রহমানের বাড়ির বাথরুমের উপর পড়ে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে সেকেন্দার ও ওলিয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ওলিয়ারের লোকজন সেকেন্দার সমর্থক রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান পিবিএকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...