পিবিএ,নোয়াখালী: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের মারধর করায় নোয়াখালী পৌরসভার কাউন্সিলর মো: ফারভেজসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় মাইজদী বাজার থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, বিকালে নোয়াখালী সদর থানার কয়েকজন পুলিশ সদস্য খাওয়ার জন্য মাইজদী বাজারে যায়। সেখানকার একটি হোটেলে খাওয়া নিয়ে পুলিশ সদস্যদের সাথে হোটেল কর্তৃপক্ষের বাক-বিতন্ডা হয় ।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর ফারভেজের নেতৃত্বে একদল যুবক কয়েক জন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করে আহত করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ পৌর কাউন্সিলর ফারভেজসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর মাজইদী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যদের পরিচয় পাওয়ার পরও তারা মারধর করে। কাউন্সিলরসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি আলমগীর হোসেন।
এ ব্যাপারে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সাথে আলাপ করলে তিনি বলেন, আমরা বিষয়টি শুনেছি। এখনো পরিস্কার ভাবে কিছু বলতে পারছিনা। তবে কেউ যদি অপরাধ করে তার উপযুক্ত বিচার হোক এটাই আমরা চাই।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/ইকে