তুরস্কের স্থানীয় নির্বাচনে একে পার্টির টানা ১৫ বারের জয়

একে পার্টি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

পিবিএ ডেস্ক: রাজধানীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনে হারলেও সারাদেশের স্থানীয় নির্বাচনে টানা ১৫তম মত জয় পেয়েছ তুরস্কের ক্ষমতাসীন ইসলামপন্থী দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পাটি (একেপি)।

একে পার্টিকে ধারাবাহিকভাবে ১৫ বার নির্বাচিত করায় তুরস্কের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

নির্বাচনে জয়ের পর সকালে একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে জনগণকে ধন্যবাদ জানান তিনি।

ভোটারদের উদ্দেশে এরদোগান বলেন, ৫৬ শতাংশ পৌরসভায় একে পার্টিকে নির্বাচিত করায় তুরস্কের সব জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।

আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের কুর্দি ভাইদের, যারা এই টিকে থাকার লড়াইয়ে আমাদের সংবেদনশীলতা জানিয়েছেন।

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি ১৬টি পৌরসভা ও ২৪টি শহরে জয় পেয়েছে বলে দাবি করেছেন একে পার্টির এক নেতা।

তবে রাজধানী আঙ্কারা, গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুল ও ইজমিরের মত শহরের মেয়র পদে একেপির প্রার্থীরা জয় লাভ করতে পারেনি।

দেশটির রাজধানী আঙ্কারা সিটি কর্পোরেশনের মেয়র পদে ১৬ বছর পর এই প্রথম একে পার্টির প্রাথী পরাজয় বরণ করলো।

তবে সারাদেশে জয় পেলেও এরদোগান বলেন, নির্বাচনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাইনি। নির্বাচনে কেন এই বিপর্যয় তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এরদোগান। পাশাপাশি আগামী দিনগুলোতে নিজের দল ও দেশকে পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান এরদোগান। এ ছাড়া তুরস্কের অর্থনীতি শক্তিশালীকরণ, উন্নয়ন বজায় রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতি অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...