পিবিএ ডেস্ক: তুরস্ককে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। বুধবার জাতিসংঘে মধ্যাপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এরমধ্যেই, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।
বুধবার মধ্যপ্রাচ্য বিষয়ে মাসিক বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গুরুত্ব পায় ইসরাইল ও ফিলিস্তিন ইস্যু। বক্তব্যে, ইসরাইলি নৃশংতা বন্ধে দেশটিকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত।
জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ইসরাইল অব্যাহতভাবে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবকে অবজ্ঞা করে যাচ্ছে। এ জন্য অবশ্যই তাদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা উচিৎ।
বৈঠকে, ইসরাইলের পক্ষ নিয়ে ফিলিস্তিনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গাজার শাসকগোষ্ঠী হামাসকে প্রধান প্রতিবন্ধকতা বলে আখ্যা দেন সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ক্যালি নাইট বলেন, হামাসের বিষয়ে পরিষদে কখনোই সেভাবে আলোচনা হয়নি। অথচ হামাসই সংকট সমাধানের প্রধান অন্তরায়। তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিৎ।
সম্মেলনে তুরস্কের সমালোচনায় মুখর হন ইসরাইলের রাষ্ট্রদূত। আঞ্চলিক অস্থিরতার সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা যুদ্ধ শুরু করেছে বলেও অভিযোগ তার।
জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, বহু বছর ধরেই সংঘাত ও সন্ত্রাসবাদে সহায়তার মাধ্যমে এরদোয়ান এ অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছেন। কুর্দিদের বিষয়ে তাদের কোনো মানবতা নেই।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তুরস্ককে নতুন অটোমান সাম্রাজ্যবাদের দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ইসরাইলি রাষ্ট্রদূত।
পিবিএ/ইকে