তুরাগে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বাবু গ্রেফতার

সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে রাজধানীর তুরাগ থানার সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবুকে গ্ৰেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ।

রোববার (২৭ এপ্রিল) রাতে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন

গ্রেফতার ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবু(৪৯)কে গ্রেফতার করা হয়েছে। সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...