পিবিএ,ঢাকা: রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন পরিষদ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চন্ডাল ভোগ বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সংসদ এর সাবেক সভাপতি আলহাজ মো: হাবিবুর রহমান আর নেই।
শনিবার ভোর রাতে তিনি তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামে নিজ বাসভবনে হঠাৎ হূদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে শেষ বারের মতো দাফন করা হয়েছে। এসময় মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো: নাছির উদ্দিন, উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফছার উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসম্পাদক আবুল কালাম রিপন, উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম,মনির হোসেন জীবন, তুরাগ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: জামাল উদ্দিন, তুরাগ থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক নাছির উদ্দিন নাছিম, তুরাগ থানা স্বেচছাসেবকলীগের যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,সহসভাপতি মো: রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: মুনছুর আলী,মরহুমের ছোট ছেলে ব্যবসায়ী মো: নজরুল ইসলাম, রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবকসায়ী এবং সর্বস্তরের মানুষ জানাযা নামাজে শরীক হন।
আলহাজ মো: হাবিবুর রহমান তুরাগের চন্ডাল ভোগ গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মরহুম মো: রহমত আলী। তিনি জন্মলগ্ন থেকে আওয়ামীলীগের সাথে জড়িত ছিলেন এবং একজন ভাল সমাজকর্মী ছিলেন।এছাড়া তিনি চন্ডালভোগ বাইতুল নূর জামে মসজিদ, কবরস্থান, রাস্তাঘাটসহ এলাকা উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।
তুরাগ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো: নাছির উদ্দিন ও উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফছার উদ্দিন খান তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১ লা আগস্ট মরহুম আলহাজ মো: হাবিবুর রহমানের সহধর্মীনী তজিরনন্নেছা (৬০) তুরাগের চন্ডালভোগ গ্রামে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।
পিবিএ/মনির হোসেন জীবন/এমআর