তুরাগে টমেটো ভর্তি কাভার্ডভ্যান থেকে ৬শ বোতল ফেন্সিডিলসহ আটক ২


পিবিএ, ঢাকা : রাজধানীর তুরাগ থানার ডিয়াবাড়ি বটতলা এলাকায় টমেটো ভর্তি কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ৬০০শ বোতল ফেন্সিডিল সহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বিপ্লব (২৪) ও মোঃ ইব্রাহিম (২৫)। এসময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৩৫ ক্যারেট টমেটো, নগদ ২ হাজার ৪২০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর তুরাগ থানার ডিয়াবাড়ি বটতলাস্থ তুর্কি কাবাব এন্ড রেস্টুরেন্ট এর পাশ থেকে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১ এর সদস্যরা।

বুধবার সকালে র‌্যাব-১ এর এএসপি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত কওে বলেন, বিপ্লব কাভার্ডভ্যান চালক ইব্রাহিম হেলপার। ইতিপূর্বে সে ট্রাক/কাভার্ডভ্যানে হেলপারের কাজ করত। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনৈক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়। মৌসুমী ফসল টমেটো ভর্তি কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে ফেন্সিডিলের চালান রাজধানী ঢাকায় নিয়ে আসে। সে ইতিপূর্বে থেকে ৭ টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাসমূহে সরবরাহ করেছে বলে স্বীকার করে। চালানপ্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩৫ হাজার টাকা করে দিত বলে জানায়। ইব্রাহিম চালানপ্রতি মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০-১২ হাজার টাকা করে পায়

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পিবিএ/এস,এম,মনির হোসেন জীবন /জেডআই

আরও পড়ুন...