
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় নিহত শহীদ জয় ও আসাদুল্লাহ’র পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানী তুরাগের ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডের দলিপাড়া ও রাজাবাড়ি এলাকায় দুই শহীদের পরিবারের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দেখা করে তিনি।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ জয় ও আসাদুল্লাহ।
এসময় এস এম জাহাঙ্গীর হোসেন- শহীদ জয় ও আসাদুল্লাহ পরিবারে যেকোন প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। যদি এটাও না পারেন স্থানীয় নেতাকর্মীদের সাথে দেখা করলেও যেকোন সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন বিএনপির এই নেতা।
স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, এই পরিবারগুলোর খবর নেওয়া ও যেকোন সময় আর্থিক সহযোগিতা যেন পেতে পারেন এই দিকে নজর রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশীদ খোকা, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস হোসেন, তুরাগ থানার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান তন্ময়, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম দুলাল, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামান, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.আরিফুল ইসলাম আরিফ, তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।