তুলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায় জারি করা কারফিউ

 হামলার জেরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেছে। হামলার জেরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ আজ সোমবার কারফিউ তুলে নিয়েছে
নিরাপত্তা অভিযান শুরু করেছে

পিবিএ,ডেস্ক: বোমা হামলার জেরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেছে।শ্রীলঙ্কার কর্তৃপক্ষ আজ সোমবার কারফিউ তুলে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।হামলার পরিপ্রেক্ষিতে রোববার দেশটির সরকার কারফিউ জারি করেছিল। রোববার রাতভর কারফিউ জারি ছিল। এই কারফিউ আজ সোমবার সকালে তুলে নেওয়া হলো।

রোববার ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত হয়েছে পাঁচ শতাধিক। হামলার ভয়াবহতায় শ্রীলঙ্কার মানুষ হতবিহ্বল হয়ে গেছে। দেশজুড়ে এখন শোকাবহ বিরাজ করছে।

আজ সোমবার সকালে দেশটির রাজধানী কলম্বের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সড়কে যানবাহন ছিল খুবই কম। অধিকাংশ দোকানপাটই ছিল বন্ধ। গুরুত্বপূর্ণ হোটেল ও স্থাপনার বাইরে সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন সেনারা। এ ছাড়া রাজধানীতে ভারী অস্ত্রে সজ্জিত সেনা ও পুলিশি টহল দেখা গেছে। হামলার জেরে দেশটিতে নতুন করে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, হামলার সময় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিদেশে অবস্থান করছিলেন। তিনি আজ সোমবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভা ডেকেছেন। এই সভায় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও অংশ নেবেন।হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ ব্যাপারে সরকারও স্পষ্ট করে কিছু বলেনি।দেশটির কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেছে।

পিবিএ/হাতা

আরও পড়ুন...