রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফেরিঘাট এলাকায় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী ও জাতীয় জয়িতা আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফজলে এলাহী মাকাম, সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়নের একাউন্টে রেজাউল করিম, বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, ব্র্যাক প্রতিনিধি কাকলি আক্তার, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী জিল্লুর রহমান শান্ত, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জোনাকি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করতে হবে। তাহলে সমাজে তারা বোঝা হয়ে থাকবেনা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবে বলে আমরা মনে করি।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার পতনের পর একশ্রেণির লোকজন হিজড়া জনগোষ্ঠীর উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘরে লুটতরাজ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার।
সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সার্বিক তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার ফিন্যান্স এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম।
অ্যাডভোকেসি লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার উপর প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সামাজিক ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।