মহানবীকে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হেফাজতের

কটূক্তিকারী
আমিরে হেফাজতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং

পিবিএ,হাটহাজারী: ভোলায় বোরহান উদ্দীনে মহানবী (দ.) কে কটূক্তিকারীর তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২২ অক্টোবর) আমিরে হেফাজতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তারা।

হেফাজতে ইসলাম বাংলেদেশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে ভোলায় মহানবী (দ.)কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিলে বর্বরোচিত হামলা চালিয়ে চারজনকে নিহত ও শতাধিককে আহত করার প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়িদ বাবুুনগরী বলেন, আমরা এ নৃশংস ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত তদন্ত করে কটূক্তিকারী এবং চারজনকে গুলি করে হত্যাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিহতদের প্রত্যেক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা খরচ সরকারকে বহন করার অনুরোধ করছি।

তিনি বলেন, হেফাজতের দাবির মধ্যে তের দফায় স্পষ্ট আছে আল্লাহ ও নবী (দ.) কে কেউ কটূক্তি করলে তার শাস্তি প্রদান করতে হবে। তাই আগামী পনের দিনের মধ্যে দোষীদের বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বাবুনগরী।

সাথে সাথে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় হেফাজতের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক। আমরা তাদের সম্মান করি। তারা কষ্ট করে তাদের দায়িত্ব পালন করেন। হতে পারে কোন তৃতীয় পক্ষ পাঞ্জাবি টুপি পড়ে হেফাজতের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন হেফাজত নেতাদের প্রতি।
ব্রিফিংয়ে আগামীকাল মঙ্গলবার সারা দেশে জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয়া হয়।

সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,হেফাজত ইসলামের নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম,যুগ্ন মহাসচিব মাওলানা লোকমান হাকিম,মওলানা সলীম উল্লাহ,মাওলানা মাহমুদুল হাসান,সাহিত্য সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী,প্রচার সম্পাদক মাওলানা আনাছ মাদানী,সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনীর,উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ ইদ্রিস হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,দক্ষিন জেলা সাধারণ সম্পাদক মাওলানা জীয়াউল হাসান।মাওলানা মুবিন, কেন্দ্রীয় দায়িত্বশীল,হাজী মুজাম্মেল, হাফেজ ফয়সাল, মাওলানা এমরান সিকদার, মাওলানা সফিউল্লাহ,মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

পিবিএ/খোরশেদ আলম শিমুল/জেডআই

আরও পড়ুন...