অপকর্ম ছাড়তে তৃতীয় লিঙ্গদের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

পিবিএ, রংপুর : রংপুর নগরীর পুলিশ কমিউনিটি হল রুমে তৃতীয় লিঙ্গ ও অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন স্বপ্ন পূরণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠ।চাঁদাবাজি বা অপকর্ম ছেড়ে কর্মময় জিবনে ফিরে আসতে হিজরাদের (তৃতীয় লিঙ্গ) আহ্বান জানানো হয়।

হিজরাদের জন্য হিজরা গোষ্ঠী সমাজের বোঝা নয় তাদের কে সমাজের সম্পদ হিসাবে গড়ে তোলা সবারি দায়িত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একথা বলেন রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) পুলিশ সুপার।

তিনি আরো বলেন হিজরারা যেনো কোন ভিক্ষাবৃত্তিতে না জড়ায় সে দিকে আমাদের সবাই কে খেয়াল রাখতে হবে। সহযোগিতার মাধ্যমে তাদের কে এগিয়ে নিতে হবে। তৃতীয় লিঙ্গের মানুষকে পিছনে ফেলে দেশ এগিয়ে যাও সম্ভব নয়।

এছাড়াও তিনি বলেন তাদের জীবন যাপনের খোঁজ খবর নিতে হবে,বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ জনবলে তৈরি করতে হবে। তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পরে ২০ জন তৃতীয় লিঙ্গের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

পিবিএ/এএস/ জেডআই

আরও পড়ুন...