রাজধানীর তেজগাঁও এলাকায় ইমরান নামে এক কলেজ শিক্ষার্থীকে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাদশাহ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-২। বাদশাহ এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।
মঙ্গলবার রাতে বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি জানান ,গত ২০ অক্টোবর রাতে রাজধানীর তেজগাঁও ১৭নং গলি এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. ইমরানকে (২২) ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরদিন ২১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মিরপুর বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ইমরান।
সেদিন ঢামেকে আসা তার ভাই সুমন জানিয়েছিলেন, বাদশাহ নামের স্থানীয় এক সন্ত্রাসী তাদের বাসা থেকে টেলিফোনে তাকে ডেকে নিয়ে যায়। পরে তার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরে তার পরিবার বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার প্রধান আসামি বাদশাহ।