তেজগাঁও টেক্সটাইল হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পিবিএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আজিজ হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার সালমান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ব্যক্তির নাম মো. মান্নান (২৫)। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে চোর সন্দেহে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‘‘ওই সময় আরো দু’জন ঘটনাস্থলে আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে টেক্সটাইল কর্তৃপক্ষের সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’’

পিবিএ/বাখ

আরও পড়ুন...