পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে এস.রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাঈদ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে থাকা জ্বালানী তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।
পিবিএ/ইএইচকে